ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই
চাটখিলে রূপনগর ইয়াং স্টার ক্লাবের ২দিন ব্যাপী ঈদ পুনর্মিলনী

চাটখিল সংবাদদাতাঃ
ব্যাপক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর চাটখিলের রুপনগর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ২দিন ব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার দিন ব্যাপী উপজেলার নোয়াখলা ইউনিয়নের রুপনগর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক এই পূনমিলনীতে ছেলে মেয়েদের আলাদা আলাদা বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় ২দিন ব্যপী এই বণ্যঢ্য আয়োজনের।
রুপনগর ইয়াং স্টার ক্লাব এর সভাপতি তানজিম চৌধুরী রুবেল এর সভাপতিত্বে সৈকত খলিফার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মানিক,রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বাহার,চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন,স্থানীয় ইউপি মেম্বার দেলোয়ার হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মনির হোসেন সোহেল,সহজ ডট কম এর চেয়ারম্যান মমিনুল ইসলাম,রুপনগর ইয়াং স্টার ক্লাব এর সাধারণ সম্পাদক মনজুর আলম,সহ-সভাপতি মাইনুল ইসলাম মিঠু, সহ-সভাপতি শাহাজান সাজু,সাংগঠনিক সম্পাদক ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সদস্য এম আর ফারুক,রুপনগর ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাখায়েত উল্ল্যাহ বাবুল,শাহাজাহান খলিফা,রুপনগর ইয়াং স্টার ক্লাবের সাবেক সভাপতি মন্জুর আলম জুয়েল,ইকবাল বাহার সুমন,প্রবাসী হাসান আর রাকিব প্রমুখ।