ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই
ফেনীর ধর্মপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেখ আশিকুন্নবী সজীব,
ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলা পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব- ১৭) ফেনী সদর উপজেলার মজলিশপুর রিভার্স ক্লাব মাঠে বৃহস্পতিবার ( ১৯ মে) বেলা তিনটায় উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আক্তার জুসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, কাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মেদ সোহাগ।
উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল না দিতে পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৩-২ গোলে ধর্মপুর ইউনিয়নকে পরাজিত করে কাজিরবাগ ইউনিয়ন জয় লাভ করে।