| 
খেলাধুলা | 
বাংলাদেশ | 
সর্বশেষ সংবাদ | 

জেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে “নোয়াখালী পৌরসভা` চ্যাম্পিয়ন

Logo
খেলাধুলা | 
বাংলাদেশ | 
সর্বশেষ সংবাদ | 

প্রকাশিত: May 22, 2022

আকবর হোসেন সোহাগ:
জেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নোয়াখালী পৌরসভা দল ৪-০ গোলে
বেগমগঞ্জ উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের শহীদ
ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় নোয়াখালী পৌরসভা দলের ১০
নম্বর জার্সি পরিহিত মাহবুবুল আলম হিমু হ্যাট্রিক করে ম্যাচসেরা খেলোয়াড়
নির্বাচিত হন।

 

খেলার শুরু থেকেই বলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নোয়াখালী পৌরসভা দলের
খেলোয়াড়রা। তবে, প্রথমার্ধে প্রতিপক্ষের জালে বল প্রবেশ করাতে না পারলেও দ্বিতীয়ার্ধের
শুরুতেই গোলের দেখা পান তারা। এরপর ১০ নম্বর জার্সি পরিহিত মাহবুবুল আলম হিমু
পরপর তিন গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। টুর্নামেন্টের শেষাংশে হিমুর বদলি হিসেবে
সবুজনেমেই ১ গোল দিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে
নোয়াখালী পৌরসভা দল।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও
ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এসময় তিনি বলেন, সারাদেশ মাদকে সয়লাব।
যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে এ মাদক। পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে
সোচ্চার হতে হবে। রাজনীতিবীদদের এগিয়ে আসতে হবে। ভিশন ৪১ সাল পূরণে যুব
সমাজকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধূলার উন্নয়নে কাজ
করছেন উল্লেখ করে সচিব মেজবাহ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন
খেলাধূলাপ্রেমী মানুষ। তিনি খেলাধূলার পর্যাপ্ত কাজ করে যাচ্ছেন। যখন যেখানে যা
প্রয়োজন তাই দিচ্ছেন। প্রধানমন্ত্রী খেলাধূলায় আন্তরিক। শহীদ ভুলু স্টেডিয়ামের জন্য
১৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তিনি।’
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, জেলা পরিষদের প্রশাসক ড.
এবিএম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খাইরুল আনম
চৌধুরী সেলিম, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, অতিরিক্ত পুলিশ
সুপার (প্রশাসন ও অর্থ) দীপক জ্যোতি খীসা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

%d bloggers like this: