| 
আজকের বাংলাদেশ | 
জাতীয় | 
বাংলাদেশ | 
সর্বশেষ সংবাদ | 

নোয়াখালীর ভাসানচরে যাওয়ার সময় সুবর্ণচরে দুই রোহিঙ্গা আটক

Logo
আজকের বাংলাদেশ | 
জাতীয় | 
বাংলাদেশ | 
সর্বশেষ সংবাদ | 

প্রকাশিত: May 23, 2022
মুজাহিদুল ইসলাম সোহেলঃ
কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে যাওয়ার জন্য মোরশেদ বাজার পুলিশ ক্যাম্পে ধরা দিয়েছে দুই রোহিঙ্গা।  পরে ওই ক্যাম্পের পুলিশ সদস্যরা রোহিঙ্গাদেরকে চরজব্বার থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এদের মধ্যে ১ জন নারী ও ১ জনপুরুষ রয়েছে।
গতকাল রবিবার দুপুর ২০ নটার দিকে ঘটনা ঘটে।
তারা হলেন, কক্সবাজার বালুখালী রোহিঙ্গা শরণার্থী আশ্রয়ণ কেন্দ্রের ৯নং ক্লাস্টারের ফরিদুর সালামের স্ত্রী নুর কায়দা(১৮)ও ঠেঙ্গুখালি রোহিঙ্গা শরণার্থী আশ্রয়ণ কেন্দ্রের মৃত সেকান্দর আলীর ছেলে মো হাসান(২৬)।
পুলিশ জানায়, ভোরের দিকে অপরিচিত ব্যক্তির সুবর্ণচর এলাকার মোরশেদ বাজার পুলিশ ফাঁড়িতে আসে এবং যাওয়ার জন্য বলে। তখন পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে  কক্সবাজার বালুখালী রোহিঙ্গা শরণার্থী আশ্রয়ণ কেন্দ্র থেকে নুর কায়দা বাসান চর তার স্বামীর কাছে যাওয়ার জন্য চলে আসে এবং মো হাসান তাঁর স্ত্রীর কাছে যাওয়ার জন্য চলে আসে বলেও জানান।
পুলিশ আরো জানান, ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্পে নুর কায়দার স্বামী ও মো হাসানের স্ত্রী আছে কিনা সেখানে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে নিশ্চিত হয়ে সন্ধ্যার দিকে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে তাদের ভাসার চরে প্রেরণ করা হয়েছে।
%d bloggers like this: