ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই
চাটখিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সংসদ সদস্যের ৭০ লাখ টাকার জমি ক্রয়
কামরুল কাননঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামীলীগের স্থায়ী অফিস ভবন নির্মানের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৭০ লক্ষ টাকা ব্যয়ে ব্যক্তিগত উদ্যেগে জমি কিনলেন নোয়াখালী -১ (চাটখিল,সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বুধবার দুপুরে চাটখিল উপজেলায় ৬ শতাংশ সম্পত্তি ৭০ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির নামে রেজিট্রেশান করেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। স্থানীয় নুর জাহান বেগম নামে এক মহিলা থেকে এই জমি ক্রয় করা হয়েছে বলে জানা যায়। এই ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম জানান, দীর্ঘ দিন থেকে চাটখিল উপজেলায় আওয়ামীলীগের নিজস্ব ভবন নেই। এই জন্য আমি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ লক্ষ টাকা ব্যয় করে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতির নামে এই ৬ শতক জমি কিনেছি। একটি ভবন নির্মানের মাধ্যমে সুন্দর সুশৃঙ্খল দলীয় কার্যালয় গড়ে তোলার উদ্যেশে এই সম্পত্তি ক্রয় করা হয় বলেও জানান তিনি।