ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই
চৌমুহনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলার প্রায় ৫০ বছরের প্রাচীন সংগঠন চৌমুহনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চৌমুহনী পুস্তক সমিতির কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি ও প্রতিদিন আমার সংবাদ পত্রিকার সম্পাদক আশরাফ সিদ্দিকী বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি ইয়াকুব নবী ইমন,দৈনিক ভোরের কাগজের গোলাম মহিউদ্দিন নসু,দৈনিক সংবাদের মোস্তফা মহসিন,কোষাধ্যক্ষ ও দৈনিক আমার সংবাদের বেগমগঞ্জ প্রতিনিধি আবদুর রহিম,সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুল হাসান দুলাল,দপ্তর সম্পাদক আনোয়ার পারভেজ,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন,সাহিত্য বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ রাজিব,সদস্য ও প্রতিদিন আমার সংবাদের এডমিন রাশেদ ছিদ্দিকী, গ্লোবাল টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের সদস্য আবু রায়হান সরকারসহ অন্যান্য কার্যকরী কমিটির সদস্যরা।
এ সময় প্রেসক্লাবের আগামী নির্বাচন,বার্ষিক আয়ব্যয় হিসাব,সমাজে অসংগতি তুলে ধরতে চৌমুহনী প্রেসক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন বক্তারা।সাংবাদিকরা যেনো নির্বিঘ্নে কাজ করতে পারে সরকারের সুদৃষ্টি কামনাও করেন বক্তারা।