| 
লাইফস্টাইল | 
সর্বশেষ সংবাদ | 
সাম্প্রতিক | 
স্বাস্থ্য | 

গাছ লাগান-পরিবেশ বাঁচান

Logo
লাইফস্টাইল | 
সর্বশেষ সংবাদ | 
সাম্প্রতিক | 
স্বাস্থ্য | 
ইঞ্জিনিয়ার আলমগীর কবির চৌধুরী
প্রকাশিত: July 17, 2022
ইঞ্জিনিয়ার আলমগীর কবির চৌধুরী

গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন-ডাই
অক্সাইড নেয়; বিপদে টাকা দেয়

প্রকৃতির শোভা বর্ধনেই নয়- গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ আমাদের ফল দেয়, ছায়া দেয়, জীবন রক্ষায় ঔষধ দেয়। অভাব ও বিপদে টাকার জোগান দেয়। তবে বর্তমানে বাংলাদেশে অনিয়ন্ত্রিত হারে গাছ কেটে ফেলা হচ্ছে। এটি একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আর এই ক্রমবর্ধমান হারে গাছ কাটার অন্যতম প্রধান কারন হচ্ছে জনসংখ্যা বেড়ে যাওয়া। বিপুল সংখ্যক জনসংখ্যার জন্য প্রয়োজন বসবাসের উপযোগী বিপুল জায়গা জমি। আর এই বসতভিটা তৈরি করাসহ তাদের দৈনন্দিন প্রয়োজনে যেমন- জ্বালানী, কয়লা তৈরি, চোরাই পথে কাঠ পাচারসহ বিভিন্ন অবৈধ ব্যবসা বানিজ্যের জন্য বৃক্ষ ধ্বংস করার কার্যক্রম চলছে।

গাছ লাগান-পরিবেশ বাঁচান

মানবজীবনেও পরিবেশ সংরক্ষনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশের সুন্দরবন দীর্ঘদিন ধরেই সবার কাছে জনপ্রিয়তা অর্জন করে আসছে। এছাড়াও মধুপুর ও ভাওয়ালের গড়, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামেও বনাঞ্চল রয়েছে।

প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য দেশের আয়তনের এক-চতুর্থাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে দেশে মাত্র ১৬.৪৬ শতাংশ বনভূমি রয়েছে। যা আমাদের দেশের পরিবেশ রক্ষায় এরবারেই অপর্যাপ্ত পরিমান হিসেবে বিবেচিত। প্রয়োজনীয় বৃক্ষের অভাবে দেশের কার্বন-ডাই অক্সাইডের পরিমান দিন দিন বেড়েই চলছে। তাছাড়া আমাদের অস্তিত্ব রক্ষার জন্য অতিপ্রয়োজনীয় অক্সিজেন বৃক্ষ থেকেই পাওয়া যায়। তা না কলে গাছ লাগান প্রভাবে ১ মিটার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, আর তাতে বাংলাদেশের উপকূলীয় এলাকার পুরো ২২,৮৮৯ বর্গকিলোমিটার পানির নিচে চলে যেতে পারে।

১৯৪৭ সালে আমাদের দেশে বনভূমির পরিমান ছিল ২৪ শতাংশ। কিন্তু বর্তমানে তার পরিমান একেবারেই কমে গেছে। গাছপালা আমাদের ভয়াবহ প্রকৃতিক বিপর্যয়, যেমন- বন্যা, খরা, জলোচ্ছাস, ভূমিকম্প প্রভৃতি থেকে রক্ষা করে। অরন্য ধ্বংসের ফলে একদিন ছায়াহীন মরুভূমি হয়ে যাবে এ দেশ।

বনভূমি রক্ষার জন্য আমাদের ব্যাপকভাবে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন করা একান্ত প্রয়োজন। একটা গাছ কাটলে তৎস্থলে পাঁচটি গাছ না হলেও দুটি করে গাছ লাগান। সরকার এবং সর্বস্তরে জনসাধারনের কার্যকরী পদক্ষেপ গ্রহনে ফল গাছের চারা ও কলম তৈরি করে সবাইকে বিতরণসহ নিজেও ব্যক্তিগতভাবে গাছ লাগান এবং পরিবেশকে মারাত্মক দূষণের হাত থেকে রক্ষা করুন। পরিবেশগত ভারসাম্য ও ভয়াবহ প্রকৃতি দূষণ থেকে দেশকে রক্ষার জন্য আহ্বান জানাই সবাইকে। কেননা বৃক্ষ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ।

নদী ভাঙ্গনের একটা প্রধান কারনও এই অনিয়ন্ত্রিত গাছ কাটা। যা উপকূলীয় বা নদীবর্তী এলাকার মানুষের জন্য চরম দুঃখ কষ্টের বিষয় হয় দাড়িয়েছে। তাই আসুন সবাই মিলে গাছ লাগান পরিবেশ বাঁচান।

%d bloggers like this: