| 
জাতীয় | 
জেলার খবর | 
সাম্প্রতিক | 

নোয়াখালী সুবর্ণচরে বিশ্ব নদী দিবস পালিত

Logo
জাতীয় | 
জেলার খবর | 
সাম্প্রতিক | 
সুবর্ণচর প্রতিনিধি
প্রকাশিত: September 25, 2022
"নদী একটি জীবন্ত সত্তা-এর আইনি অধিকার নিশ্চিত করুন" প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণচরে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা এর সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.হারুন অর রশিদ, সুবর্ণচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু,  স্কাউট সদস্য প্রমূখ।


প্রধান অতিথি তার আলোচায় বিশ্ব নদী দিবসের গুরুত্ব তুলে বলেন সুবর্ণচরে নদ-নদীর পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। নদনদী অবৈধভাবে দখল করে যারা নদীর সত্তাকে হুমকির মুখে পেলেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

%d bloggers like this: