| 
খেলাধুলা | 
জেলার খবর | 
সাম্প্রতিক | 

ফেনীতে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Logo
খেলাধুলা | 
জেলার খবর | 
সাম্প্রতিক | 
শেখ আশিকুন্নবী সজীব
প্রকাশিত: September 28, 2022
ফেনী সদর উপজেলায় অটিজম শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ও ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন,আইসিটি) মোমেনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্রতিবন্ধীরা বোঝা নয়,তাঁরা সমাজের একটা সম্পদ।
তিনি আরও বলেন,তাদেরকে একটু যত্ন নিলে, একটু স্নেহের পরশ দিলে তাদের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে তা বের হয়ে আসবে।
ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার,সুইড ফেনী শাখার নির্বাহী সচিব এডভোকেট সমীর চন্দ্র কর,চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া ফারুক,জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য আবুল কালাম পাটোয়ারী,নুরুল করিম শিপন।
ক্রীড়া প্রতিযোগিতায় ১০ টি ইভেন্টে অংশগ্রহণকারী ৩০ জন বিজয়ী অটিজম শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
%d bloggers like this: