| 
আজকের বাংলাদেশ | 
জেলার খবর | 
সর্বশেষ সংবাদ | 

সেনবাগে বীজবাগ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের ঝাড়ু মিছিল

Logo
আজকের বাংলাদেশ | 
জেলার খবর | 
সর্বশেষ সংবাদ | 
সেনবাগ প্রতিনিধি ঃ
প্রকাশিত: November 12, 2022

নোয়াখালীর সেনবাগে উপজেলার বীজবাগ ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে পদ বঞ্চিত যুবদলের একাংশ। শুক্রবার বিকেলে উপজেলার বিজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাটে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিজবাগ ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এর নেতৃত্বে মেছিলাম অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুূদ রকি, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য মোঃ মানিক, মোঃ ইয়াছিন উপস্থিত ছিলেন। মিছিলটি উত্তর বাজার থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিন শেষে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে শেষ হয়।

অপরদিকে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন সুমন, কাবিলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ওমর ফারুক ও আমির হোসের লিটনের নেতৃত্বে কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সিরহাটও একই দাবিতে ঝাড়ু মিছিল এসে প্রতিবাদ সভা করেন। সভায় থেকে অভিলম্বে ঘোষিত আহবারয়ক কমিটি বাতিল করে মামলা হামলার শিকার ত্যাগী নেতাদের দিয়ে কমিটি ঘোষণার দাবি জানায়।
এব্যাপারে যোগাযোগ করলে উপজেলা যুবদলের আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন বিষয়টি নিশ্চিত করে বলেন আমাদের দলের মধ্যে তারা ত্যাগি কিন্তৃু গ্রুপিং এর কারনে তারা পদ বঞ্চিত।
গত বৃহষ্পতিবার জেলা কমিটি উপজেলার ৯টি ইউপি যুবদলের কমিটির ওপর থেকে স্থগিতাআদেশ প্রত্যহার করে করে নিলে জেলা কমিটির নির্দেশে ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউপির কমিটির কিছু সদস্য রদবদল করে করে বৃহস্পতিবার ফের কমিটি অনুমোদর দেওয়া হয়।

%d bloggers like this: