| 
জাতীয় | 
রাজনীতি | 
সর্বশেষ সংবাদ | 

আ.লীগের অধীনে আগামী জাতীয় নির্বান অনুষ্ঠিত হবে, আর নির্বাচন পরিচালনা করবে বর্তমান কমিশন—মাহবুব উল আলম হানিফ

Logo
জাতীয় | 
রাজনীতি | 
সর্বশেষ সংবাদ | 
আকবর হোসেন সোহাগ
প্রকাশিত: November 22, 2022

আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় সংসদ নির্বাচন হবে, সে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক সেটা আমরা চাই। নির্বাচন সংবিধান সম্মত হবে। আওয়ামী লীগের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচন পরিচালনা করবে বর্তমান নির্বাচন কমিশন।

রোববার দুপুরে নোয়াখালীর চাটখিল পাঁচগাও উচ্চ বিদ্যালয় মাঠে চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বিএনপিকে বলেন, আপনারা যদি নির্বাচন সংক্রান্ত কোনো পরামর্শ থাকে, তাহলে সংবিধানের মধ্যে থেকে তা আপনারা দিতে পারেন, তা অবশ্যই বিবেচনা করবে সরকার, বিবেচনা করবে নির্বাচন কমিশনার। কিন্তু সংবিদানের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের মতো স্বাধীনতা বিরোধী, এ দেশকে যারা ধংস করেছিল, যারা রাজাকারদের দোষর, পাকিস্তানের তাবেদার, যারা এখনও পাকিস্তানের আদর্শ ধারণ করে তাদের কথায় সংবিধানের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানের মধ্যে আসতে হবে, যদি আপনারা সংবিধানের মধ্যে থেকে এ নির্বাচনে অংশ গ্রহণ করেন, আপনাদেরকে স্বাগতম,আর যদি না করেন সে দায়ভার আপনাদের। তিনি আরও বলেন জামাত বিএনপি একই সূত্রের। বিশেষ অতিথি ভাষণে আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন দলীয় নেতাকর্মীদের উদ্যোশে বলেন, আপনারা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। যে কোন অসুস্থ ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ন করলে দলের মূল্যায়ন হবে, শেখ হাসিনা মূল্যায়ন হবে। আওয়ামীলীগ বড় দল যেহেতু দলীয় কিছু গ্রুপিং থাকবে। দলের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে সবাই নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান।
চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, নোয়াখালী জেলা আ.লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম। এ ছাড়া বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন, জেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন, সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী-১ (চাটখিল) আসনের সাংসদ এইচএম ইব্রাহিম, জেলা আ.লীগ সদস্য জাহাঙ্গীর আলমসহ অনেকে।
দীর্ঘ ৯ বছর পর সম্মেলন শেষে বিকালে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে।

%d bloggers like this: