ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই
নোয়াখালীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিনিয়োগ শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হয়

গতকাল দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এর লক্ষ্যে মাইজদী নোয়া কনভেশন সেন্টার অ্যান্ড হোটেল কনফারেন্স রুমে বাংলদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস এর উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এর উপর উল্লেখিত কনবেশন সেন্টারে সেমিনার অষ্ঠিত হয়।
সেমিনারে কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস প্রফেসর এবং সাবেক উপাচার্য- ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর ড. এ কে আজাদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নোয়াখালী জনাব দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম, নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক বীর মুক্তিযোদ্ধা তপন চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার বিএসইসি ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
প্রধান অতিথি সহ বক্তাগন বলেন নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো,তবে অন্যের বুদ্ধিতে নয়। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি আমাদের প্রত্যেকের উচিত ভেবে চিন্তে নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করবেন। তবেই আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি বিনিয়োগে সাফল্য অর্জন করতে পারবো।
সেমিনারে একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস এর অন্যান্য কর্মকর্তা, বিনিয়োগকারী, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।