| 
মতামত | 
রাজনীতি | 
সর্বশেষ সংবাদ | 

সোনাইমুড়ী আ’লীগের সম্মেলন-২০২২ সভাপতি পদে জনমতে এগিয়ে রুহুল আমীন

Logo
মতামত | 
রাজনীতি | 
সর্বশেষ সংবাদ | 
অনুপ সিংহ
প্রকাশিত: November 23, 2022

এলাকার মানুষের সেবা দেওয়ার মানসিকতায় সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি। সেবা মানে শুধু কথার কথা নয়, নিজের বিভিন্ন ধরনের ব্যাবসা বাণিজ্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালন করার পরেও এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে চাইতেন তিনি।
মরহুম ছাত্তার ভূইয়া সাহেবের অকাল প্রয়াণের পর সোনাইমূড়ী উপজেলা আওয়ামীলীগে বিরাট শুন্যতা বিরাজ করছিলো। ঠিক সেই সময়ে অর্থ ও সাহসী নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগের সকল সংগঠন কে চাঙ্গা করে তুলতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন।

বি এনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকা কালীন সময়ে উপজেলার সকল নির্বাচনে আওয়ামীমনা প্রার্থীদের সব ধরনের সহযোগিতা করেছিলেন। এছাড়াও বিরোধী দলের রোষানলে পড়ে বহুবার নাজেহাল হয়েছে তিনি।

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-7253857086584398″
crossorigin=”anonymous”></script>
<!– test ad unit 123 –>
<ins class=”adsbygoogle”
style=”display:block”
data-ad-client=”ca-pub-7253857086584398″
data-ad-slot=”8212883583″
data-ad-format=”auto”
data-full-width-responsive=”true”></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

নিজ অর্থায়নে দলকে সক্রিয় করতে উদার হাতে খরচ করছেন এবং এখনো তা অব্যাহত আছে।
উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন সামাজিক ও আর্থিক উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন।
নিজের অর্থ ব্যায় করে সরকারী বরাদ্দ তুলে এনে সুষম বন্টনে নিরলসভাবে কাজ করছেন তিনি। নিজের সরকারি বেতন ভাতা দলীয় নেতা কর্মীদের মাঝে বিলিয়ে দেন খন্দকার রুহুল আমিন।

সরকারি উন্নয়ন কাজে তিনি কোন পার্সেন্টে বিশ্বাস রাখেন না।
সদালাপী ও বিনয়ী মানুষ হিসেবেও তার খ্যাতি রয়েছে।উন্নত বিশ্বে জীবনধারন করেও তিনি সব শ্রেনীর মানুষের স্যার সখ্যতা গড়ে চলেন।
বর্তমানে তিনি এন আর বি ব্যাংক ও রিস্ক ম্যানেজম্যান্ট এর চেয়ারম্যান হিসাবে সফল ভাবে দায়িত্ব পালনের পর বোর্ড নির্বাচনে পুনরায় একই পদে নির্বাচিত হয়েছেন।
বিপদসংকুল রাজনীতির সময়ে হাল ধরতে সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়েছিলেন তিনি। এরপর তৃণমূলের সাথে নিবিড় সম্পর্কও গড়েছেন খন্দকার আমিন। ফলে দলীয় কর্মীদের চোখে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে একজন যোগ্য মানুষ তিনি।
দেখা যায়, সব নীতিই একজন যোগ্য উপদেষ্টার দেখানো পথে সফল হতে বাধ্য। দীর্ঘ সময় আগে এখানকার রাজনীতিতে সক্রিয় থেকে এবং অর্থকড়ি ব্যয় করেও কেন তিনি সোনাইমুড়ী চাটখিলে আওয়ামীলীগের রাজনীতির নেতৃত্ব পুরোটা কব্জায় নিতে পারলেন না এই প্রশ্ন দীর্ঘদিনের।

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে তিনি বারবার সফল হতে পারেনি । সফল না হওয়ার জবাব দেয়া কঠিন। তবে রাজনীতি ও মানুষের জন্য যা স্বপ্ন দেখেছেন তার বাস্তবায়নে তিনি কতটা সফল তার হিসেব করার সময়ে এসেছে বলে মনে করেন দলীয় কর্মীরা।

উপজেলা চেয়ারম্যান হয়ে চেষ্টা করছেন মানুষকে সেবা দিতে। তার জীবনীতে কয়েকটি উজ্জল অধ্যায় জড়িয়ে আছে। এরমধ্যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন পরিষদ এর মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৭ সালে সর্বদলীয় সংগ্রাম পরিষদ সোনাইমুড়ী সংসদীয় আসন পুনরুদ্ধারে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোনাইমুড়ী উপজেলা আওয়ামী রাজনীতির হাল ধরা এই খন্দকার রুহুল আমিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনোনীত হওয়ার জন্য বহুদিন থেকে নিরব ভূমিকা রেখেছেন।

এছাড়াও নোয়াখালী আওয়ামীলীগ অফিস নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা অনুদান ও প্রতি মাসে ২০ হাজার টাকা করে নেতাকর্মীদেরকে অনুদান দিয়ে যাচ্ছেন। সোনাইমুড়ী উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এর হাত শক্তিশালী করতে ও রাজনীতিকে জনগণের মাঝে ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে উদ্যোগী ভূমিকা পালন করে আসছেন।

তিনি জানান , ‘বিগত ১২বছর ধরে সোনাইমুড়ীতে আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সভা-সমাবেশ ও মিছিল কর্মসূচি সহ সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যয় বহন করি।
বিএনপি’র হাতে অত্যাচারিত ও নির্যাতিত আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও নেতাকর্মীদের পরিবারকে ঈদ উৎসব উদযাপন করার জন্য ঈদুল ফিতরের পূর্বে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে আসছি।’

জানা যায়, কেন্দ্রীয় পর্যায়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থীদের ১০ লক্ষ টাকা অনুদান, নির্বাচনী এলাকার চল্লিশটি গৃহহীন পরিবারকে পূর্ণাঙ্গ গৃহ নির্মাণ করে দেওয়া, ১০০ জন বয়স্কমানুষকে ২০০টাকা করে সম্মানী ভাতা প্রদান ১৬০ জন গৃহহীন পরিবারকে মাথাগোঁজার ঠাঁই করে দেওয়ার লক্ষ্যে দুই বান্ডিল ঢেউটিন দিয়ে ঘর নির্মাণ করে দেওয়াসহ মসজিদ,মাদ্রাসা স্কুল স্থাপনেও তার অনুদান রয়েছে।

নোয়াখালী-১ আসনের আওয়ামীলীগের তৃণমূলের কর্মীদের সাথে এ বিষয়ে কথা হলে তারা জানান, ‘খন্দকার রুহুল আমিন নামটি আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। তার অনুদানে সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ আজ প্রতিষ্ঠিত। দলের দুঃসময়ে তিনি কান্ডারী হয়ে দাঁড়িয়েছেন, প্রতিপক্ষ দলের মামলা-হামলার শিকার নেতাকর্মীদের তিনি আর্থিক সাহায্য প্রদান করেন। এমন নেতাকেই সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চাই আমরা।

%d bloggers like this: