ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই
পত্রকিায় সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়েছে, একদিনের অভিযানে নোয়াখালীতে শতকোটি টাকার সম্পত্তি উদ্ধার

নোয়াখালী জেলা শহর এলাকায় দীর্ঘবছর যাবৎ যে যার মত করে শত শত কোটি টাকা সরকারি সম্পদ দখল করে নিয়েছে। এই নিয়ে ঢাকার কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর নোয়াখালী গণপূর্ত বিভাগ মাইজদীতে সরকারি জায়গায় নির্মাণকরা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে। গতকাল সোমবার দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবৈধ স্থাপনা অভিযান চালিয়ে মাইজদী ফ্ল্যাট রোর্ডের দুই পাশের অর্ধশতাধিক দোকানপাট ওস্থাপনা গুড়িয়ে দেয়া হয়। গণপূর্ত অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীর সোনালী ব্যাংক এলাকা থেকে বকশি মিজির পুল পর্যন্ত অন্ততআধা কিলোমিটার এলাকায় প্রধান সড়কের দুই পাশে শতাধিক ব্যক্তিসরকারি সম্পত্তি দখল করে দোকানপাট ও বহুতল ভবন নির্মাণ করেছে। কেউ কেউ একসনাবন্দোবস্ত নিয়ে বহুতল ভবন করেছে, কেউ সামনের অংশ বন্দোবস্ত নিয়েপিছনে ৬০-৭০ ফুট পর্যন্ত দখল করেছে। আবার কেউ কেউ কোনো প্রকারবন্দোবস্ত ছাড়াই বাঁশ, কাঠ দিয়ে খুপড়ি ঘর তুলেছে। এ বিষয়ে দখলকারীদের নোটিশ করলেও তারা স্থাপনা সরায়নি। সর্বশেষ গত শনিবার মাইকিং ও করা হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে অভিযান নামে গণপূর্ত বিভাগ। অভিযানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশসহ গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নির্বার্হী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব বলেন, অবৈধ ভাবে যারা সরকারি সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
